তেজপাতা
__________
মাহবুব আলম প্রিয়
কবিতা লিখবো কেমনে
পেটে ক্ষূধার জ্বালা
কপালে দুশ্চিন্তার ভাঁজ
ভাবতে অন্তর কালা।
নীতি কথায় পেট ভরে না
শুকায় যখন দেহ
মচমচে নোট না পেলে
কাছে থাকে না কেহ!
অভাব যখন কুঁড়েঘরে
বশত করে নিত্য
নীতিকথা কাঁথামুড়ে
বলতে ডরাই সত্য৷
সুযোগ বুঝে বাহানা খুঁজে
কিনতে চায় মাথা
ভাত খেয়ে বাঁচার আশায়
ধরতে যাই ছাতা।
এইতো হলো বাস্তবতা
কয়লা ধোয়া সততা
বলে বেড়াই মহৎ আমি
লোকে জানে তেজপাতা!.