মাহবুব মনি :
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও মিনি র্যালী করেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল । মঙ্গলবার বেলা ১১ টায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষরা ঢাকা-সিলেট মহাসড়কে র্যালী বের করেন।
এদিন বিশ্ব হার্ট দিবসের তাৎপর্যের ওপর বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের পরিচালক-এ কে এম জুনায়েদ, প্রফেসর ডা. সফিকুল ইসলাম ভূঁইয়া পারভেজ, সহকারী অধ্যাপিকা ডা. তছলিমা আফরোজ ও সহকারী অধ্যাপক ডাক্তার আতিকুজ্জামান প্রমূখ।
ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক-এ কে এম জুনায়েদ বলেন, জনসাধারণের জন্য হৃদরোগ সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষ্যে এমন একটি কর্মসূচীর অংশিদার হতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত। দেশের মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বদ্ধ পরিকর।
প্রফেসর ডা.শফিকুল ইসলাম ভূঁইয়া পারভেজ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর হৃদরোগের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। অথচ হার্টের বিষয়ে একটু সচেতন হলেই মানুষ হৃদরোগকে প্রতিহত করতে পারবেন। এক্ষেত্রে জীবনযাপনে ছোট ছোট কিছু অভ্যাসের পরিবর্তন এনে হৃদরোগ প্রতিরোধ সম্ভব। যেমন খাদ্য তালিকায় স্বাস্থকর খাবারের পরিমাণ বাড়ানো, দুশ্চিন্তা মুক্ত থাকা, শারিরিক পরিশ্রম বাড়ানো, সবুজ শাকসবজি বেশি খাওয়া ও ধূমপান ছেড়ে দেওয়া ইত্যাদি বিষয়ে সচেতন হলেই হৃদরোগ থেকে মানুষ ঝুঁকিমুক্ত থাকবেন সহজেই।
সহকারী অধ্যাপিকা ডা. তাছলিমা আফরোজ বলেন, সারাবিশ্বে হৃদরোগজনিত মৃত্যুর হার বছরে সর্বোচ্চ ১ কোটি ৭০ লক্ষ যা বছরের মোট মৃত্যুর ৩১ শতাংশ। বাংলাদেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে এখন থেকেই এ বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।