রিপন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ
পরিমিত খাবার গ্রহণ, শাক সবজি ফলমূলের পুষ্টিগুন গুরুত্ব, চর্বিযুক্ত খাবার ও কোমলপানীয় পরিহারসহ তামাকজাত দ্রব্য, মাদক পরিহার করে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার সকালে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরজাহান আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষক আসিফ মাহমুদ,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের পরিষদের ইউপি সদস্য রমজান আলী মন্ডল, আওলাদ হোসেন মেম্বার, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, আতাউর রহমান, জিন্নাহ হোসেন জনি,জাহাঙ্গীর মাহমুদ প্রমূখ।
এছাড়াও স্থানীয় মসজিদের ইমাম, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।