রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আয়োজিত এ কর্মশালায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর জাহান আরা খাতুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রোগ নিয়ন্ত্রণ শাখার চিকিৎসক মশিউর রহমান, ডাক্তার রুবায়েত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার সেন, উপজেলা স্যানিটারী এন্ড ফুড সেফ্টি পরিদর্শক মনিরুল ইসলাম খান প্রমূখ।
এছাড়াও স্থানীয় শিক্ষক,সাংবাদিক, মসজিদের ইমাম, সমাজকর্মীসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর জাহান আরা খাতুন তার বক্তব্যে বলেন, করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার বিকল্প কিছু নেই। এছাড়াও সমাজের সর্বস্তরের লোকজনকে স্বাস্থ্য সচেতন করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আজকের এ কর্মশালা এমনই কর্মশালার অংশ। রোগ হলে চিকিৎসা করা যায়। কিন্তু অসাবধানতার কোন চিকিৎসা হয় না। সারা জীবন এর মর্মান্তিক ফল ভোগ করতে হয়। ফলে অসংক্রামক ব্যাধি তথা সড়ক নিরাপদকরন, অপমৃত্যু রোধ, মাদক থেকে দূরে থাকা,বাল্য বিয়ে রোধসহ সমাজের প্রচলিত ব্যাধি দূর করতে প্রয়োজন পরস্পরের সচেতনতা বৃদ্ধি।
তারিখঃ ২১.১১. ২০২১ইং